লক্ষ্য ছিল মাত্র ১৪৫ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা যুগে এটা কোনো বড় লক্ষ্য নয়। তবুও পারলো না মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে গাজী গ্রুপকে ১৪৫ রানের টার্গেট দেয় প্রাইম দোলেশ্বর। লক্ষ্যে খেলতে নেমে ১০৮ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহর দল। হারতে হয়েছে ৩৬ রানে। এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ফরহাদ রেজার দল।
প্রতিপক্ষের এনামুল হক জুনিয়র-শামীম হোসেনদের বোলিংয়ের সামনে যেন অসহায় ছিলেন তারা। আরিফুল হক ৩৪ বলে ৩৭ রানের ইনিংস না খেললে ১০০ রানও দেখা মিলতো না। সর্বোচ্চ রান এটাই। শাহাদাত হোসেন (১৩), জাকির হাসান (১৪) ও মুকিদুল ইসলাম (১০*) ছাড়া কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।
ব্যাট হাতে অধিনায়ক মাহমুদউল্লাহ ফেরেন ০ রানে। নিজের দ্বিতীয় বলেই তিনি ফেরেন সাজঘরে। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। আকবর আলী আউট হন ২ রান করে। মাত্র ২ রান করে আউট হন মাহেদী হাসান।
এনামুল হক ৩ ওভার করে মাত্র ১০ রান দিয়ে নেন ২ উইকেট। সমান ২টি করে নেন শরিফুল্লাহ ও শামীম হোসেনও। শরিফুল্লাহ ৪ ওভারে ২১ ও শামীম ৪ ওভারে ১৭ রান দেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বড় সংগ্রহের আভাস দিয়েও মাহমুদউল্লাহ-নাসুমদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি প্রাইম দোলেশ্বর। প্রাইম দোলেশ্বরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান সাইফ হাসান ( ৩৭ বলে ৩৭) ও ফজলে মাহমুদকে (৩১ বলে ৩৯) ফেরান মাহমুদউল্লাহ। তিনি ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।
শামীম হোসেন ১৮ বলে ২৫ ও ১৭ বলে ১৫ রান করেন তওফিক খান। মাহমুদউল্লাহ ছাড়াও ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। চলমান টুর্নামেন্টে প্রাইম ব্যাংকের বিপক্ষেও ১টি উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ।