টেলিভিশনের পর্দায় এক অনন্য নাম মেহ্জাবীন চৌধুরী। নিজস্ব অভিনয় স্বকীয়তা ও মেধার কারণেই নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পেরেছেন, সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন ভার্সেটাইল অভিনেত্রী।
এবার ইউটিউবের ভিউ বিচারের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে রয়েছেন। বাংলা নাটকের ইতিহাসে সর্বোচ্চ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছেন এ সুপারস্টার। তিনিই প্রথম অভিনেত্রী, যার ২৫টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। যা এখন পর্যন্ত কোন অভিনয়শিল্পীর জন্য সর্বোচ্চ।
শুধু তাই নয়, মেহ্জাবীনই বাংলাদেশের প্রথম অভিনেত্রী যার নাটক ‘বড় ছেলে’ ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়েছিলো এবং নাটক ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়েছিলো। বাংলা নাটক ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়া এ নায়িকাই ১ থেকে শুরু করে টানা ২৫টি নাটকে কোটি ভিউ ছুঁয়েছেন। প্রথম ৫টি, ১০টি এবং ১৫টি নাটকের কোটি ভিউয়ের রেকর্ডও ছিলো ‘ড্রামা খুইন’ খ্যাত এ অভিনেত্রীর দখলে। সে ধারাবাহিকতায় কোটিতে পঁচিশ ছুঁয়ে সাফল্যের মুকুটে নতুন পালকে যোগ করেছেন।