চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাব পরিদর্শন করেন চেতনায় জেড ফোর্স এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
বুধবার (২রা জুন) দুপুরে মতলব উত্তর প্রেসক্লাব পরিদর্শন করেন চেতনায় জেড ফোর্স এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
এ সময় তিনি বলেছেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের মাধ্যমে দাবি আদায়ে সাংবাদিক নেতারা সোচ্চার হবেন। তিনি আরো বলেন, পুরো দেশের সাংবাদিক সমাজকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকরা সবসময় প্রগতি, গণতন্ত্র এবং মানুষের কথা বলে। সাংবাদিকরা অন্য আর দশটা মানুষের মতো দায়িত্ব এড়াতে পারেননা।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, সম্মানিত সদস্য বিমল দেবনাথ, সাংবাদিক সিপাহী আল আমিন, সুমন আহমেদ, আবদুল আউয়াল নয়ন’সহ অন্যান্য সাংবাদিকরা।