চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ছিদ্দিকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় বৃদ্ধাকে বাঁচাতে এসে তার স্ত্রী সালেহা বেগম (৫৫) ও নাতী মেহেদি হাছান (২৪) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার কালোচো উত্তর ইউনিয়নের ছিলাচো গ্রামের নেয়াজউদ্দিন মিজি বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বলেন, ২টি বিল্ডিংয়ের মাঝে জুলে থাকা বিদ্যুতের তারে বৃদ্ধ ছিদ্দিকুর রহমান পেঁছিয়ে যায়। এ সময় তার স্ত্রী তার স্ত্রী সালেহা বেগম ও নাতী মেহেদি হাছান তাকে বাঁচাতে ছুটে যায়। এতে ঘটনাস্থলে বৃদ্ধ ছিদ্দিকুর রহমান মৃত্যুবরণ করেন। স্ত্রী সালেহা বেগমের শরীরের বেশীর ভাগ অংশই পুড়ে যায় ও নাতি কিছুটা আহত হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে নাতি মেহেদি হাছানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় ও উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধা সালেহা বেগমকে কুমিল্লা বার্ণ ইউনিটে রেফার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বিদ্যুৎষ্পৃষ্ট একজন বৃদ্ধ নিহত হয়েছে ও ২জন আহত হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।