কুয়েতে করোনা প্রার্দুভাব ঠেকাতে সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে দেশটি। স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের সুরক্ষায় ৪টি টিকার অনুমোদন দিয়েছে কুয়েত সরকার।
যাদের বৈধ আকামা রয়েছে এবং যারা ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্না- এসব টিকা গ্রহণ করবে তাদের কুয়েত প্রবেশ ও বাহিরে যাওয়ার অনুমতি দেয়া হবে। বাংলাদেশে ছুটিতে থাকা কুয়েত প্রবাসীদের যাতে অগ্রাধিকার ভিত্তিতে আগে এ টিকা প্রদানের সুযোগ দেওয়া হয়, যাতে তারা সহজে ফিরতে পারেন নিজ নিজ কর্মস্থলে। টিকা না নিলে চলতি বছরের সেপ্টেম্বর হতে আকামা নবায়ন হবে না প্রবাসীদের। স্থানীয় নাগরিক ও প্রবাসীদের টিকার আওতায় আনতে দেশটি বিভিন্ন অঞ্চলে টিকাদান কেন্দ্র চালু করেছে।
এছাড়াও করোনার কারণে অনেক প্রবাসী আয়-রোজগার কমে যাওয়ায় অনেকেই আবার নানা ধরনের শারীরিক ও মানসিকভাবে অসুস্থতায় ভুগছে। জরুরি ছুটিতে গেলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যাতে খরচ সরকার বহন করে- বাংলাদেশ সরকারের কাছে এ দাবি জানান কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।