চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় জহিরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকালে চাঁদপুর- লাকশাম রেলসড়কের এনায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জাহিদ ও সালেহ আহম্মদ চাঁদপুর টাইমসকে জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর-হাটিলা এলাকা দিয়ে অতিক্রমের সময় রেললাইনে বসে থাকা জহির ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়।
এর কিছুক্ষণ পরে রেললাইনের পাশে পড়ে বৃদ্ধ জহির মারা যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃত জহিরের ছোট ভাই শফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানায়, তার ভাই দীর্ঘ দিন থেকে অসুস্থ্য এবং মানুষিক প্রতিবন্ধী । বিকালে সে রেল লাইনে হাটতে গিয়েই দুর্ঘটনায় কবলিত হয়। আমরা তিন ভাই এক বোনের মধ্যে সে ছোট। তার কোন সন্তান নেই।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান,আমাদের কাছে খবর আসলে আমরা রেল পুলিশকে অবগত করি। রেল পুলিশের ওসি মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বর্তমানে নিহত বৃদ্ধের লাশ টোরাগড় গ্রামে নিয়ে আনা হয়েছে বলে জানা যায়।