চাঁদপুরের হাজীগঞ্জের ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র পক্ষে উন্নয়ন সন্বয়ক কমিটির উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কম্বলের স্লিপ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন উন্নয়ন সম্নয় কমিটির আহবায়ক এবং চেয়ারম্যান পদ-প্রার্থী এস এম মানিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৯টি ওয়ার্ডে দলীয় নেতৃবৃন্দের হাতে কম্বলের স্লিপ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র শীল, যুগ্ন-আহবায়ক আশ্রাফুজ্জামান, আওয়ামী লীগ নেতা বাহার মজুমদার, মোস্তফা তফদার, সাবেক ইউপি সদস্য হেদায়েত উল্ল্যা, ইউপি সদস্য আ. রাজ্জাক খোকা, সিহাব বকাউল, পলাশ মাষ্টার, যুবলীগ নেতা কাউছার হোসেন সহ সকল ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।