চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ মেয়র ও ৬৭ কাউন্সিলর প্রার্থীসহ মোট ৬৯জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান, সদর নির্বাচনী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৫জন। এদের মধ্যে কাজী মামুনুর রশীদ (টেবিল ল্যাম্প), মাইন উদ্দিন (পাঞ্জাবি), মোহাম্মদ হাবিবুর রহমান (ডালিম), আবু তাজের লিটন ভূঁইয়া (ব্লাকবোর্ড) জহিরুল হক (উটপাখি) প্রতীক পেয়েছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৪৫৬৩জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২৩৪৯জন এবং মহিলার ভোটার ২২১৪জন।
২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৮জন। এদের মধ্যে আলাউদ্দিন মুন্সী (ডালিম), সাংবাদিক মো. শাখাওয়াত হোসেন, আবিদ মিয়া ( পাঞ্জাবি), মো. নাছির উদ্দিন (ব্লাকবোর্ড), নান্নু মিয়া ( উটপাখি), মো. রাকিবুল ইসলাম (টেবিল ল্যাম্প), রাধা কান্ত রাজু (পাঞ্জাবি), নান্নু বেপারি, সাখাওয়াত হোসেন (পানির বোতল) প্রতীক। এ ওয়ার্ডে মোট ভোটার ৩০৩৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫৭৭ জন এবং মহিলার ভোটার ১৪৫৭জন।
৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৬জন। এদের মধ্যে মো. মমিন খান ( ব্লাকবোর্ড), কামরুল ইসলাম ( ডালিম), জসিম উদ্দিন (উটপাখি), মোহসিন ফারুক বাদল (পাঞ্জাবি), রায়হানুর রহমান জনি (টেবিল ল্যাম্প) প্রতীক পেয়েছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৪২৩৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২১৬৬ জন এবং মহিলার ভোটার ২০৬৮জন।
৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৪জন। এদের মধ্যে মনির হোসেন (পাঞ্জাবি), আজহারুল আলম বেপারী (টেবিল ল্যাম্প), তাজুল ইসলাম (উটপাখি) প্রতীক পেয়েছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৪৫৩৪জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২৩১৪ জন এবং মহিলার ভোটার ২২২০জন।
৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৪ জন। এদের মধ্যে কার্তিক সাহা (ডালিম), আলাউদ্দিন চৌধুরী ( উটপাখি), সুমন তপদার (পাঞ্জাবি) প্রতীক পেয়েছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৪৪৪২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২২২৮ জন এবং মহিলার ভোটার ২২১৪জন।
৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৪জন। এদের মধ্যে মোহাম্মদ রাসেল মিয়া (টেবিল ল্যাম্প), মো. শাহ আলম (উটপাখি), মো. শাহাবুদ্দিন (ডালিম) প্রতীক পেয়েছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৩৩৬৯জন। এদের মধ্যে পুরুষ ১৬৩৫ভোটার জন এবং মহিলার ভোটার ১৭৩৪জন।
৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ২জন। কাজি মনির (উটপাখি), এমরান হোসেন (পাঞ্জাবি)। এ ওয়ার্ডে মোট ভোটার ৮৪২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২৪২৩জন এবং মহিলার ভোটার ২৩৯৭জন।
৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩জন। এদের মধ্যে মোবারক কাজী (উটপাখি), মুরাদ হোসেন মিরন ( পাঞ্জাবি), হাজী মো. কবির হোসেন (ডালিম)। এ ওয়ার্ডে মোট ভোটার ৩৯৩৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৯৯৬ জন এবং মহিলার ভোটার ১৯৪০জন।
৯নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৬জন। এদের মধ্যে আইয়ুব আলী ( ডালিম), মোস্তফা কামাল (পাঞ্জাবি), মো. আজাদ হোসেন (উটপাখি), জামাল হোসেন (টেবিল ল্যাম্প), মো. শাহাদাত হোসেন বাবুল (ব্রিজ), সালে আহম্মেদ ( পানির বোতল)। এ ওয়ার্ডে মোট ভোটার ৫৪৪১জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২৬৭৯ জন এবং মহিলার ভোটার ২৭৬২জন।
১০নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৬জন। ফজলুল হক মজুমদার (উটপাখি), খোরশেদ আলম ভুট্টু ( ডালিম), মো. বিল্লাল হোসেন (পাঞ্জাবি), সৈয়দ মো. আ. রাজ্জাক ( টেবিল ল্যাম্প) হাবিবুল নবী সোহেল (পানির বোতল)। এ ওয়ার্ডে মোট ভোটার ২৮৭৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৪৮৬ জন এবং মহিলার ভোটার ১৩৯১জন।
১১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৪জন। এদের মধ্যে মুন্সি মোহাম্মদ মনির (পাঞ্জাবি), মো. শুকু মিয়া (পানির বোতল), মো. সাদেকুজ্জামান (টেবিল ল্যাম্প), মো. হারুন (উটপাখি)। এদের মধ্যে পুরুষ ভোটার ১০৪৫ জন এবং মহিলার ভোটার ১০৪৫জন।
১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৪জন। মো. নুরুল ইসলাম (পানির বোতল), জহিরুল ইসলাম (পাঞ্জাবি), শাহ আলম (উটপাখি), শুকু মিয়া (ডালিম)। এ ওয়ার্ডে মোট ভোটার ২০০৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০৫৭ জন এবং মহিলার ভোটার ৯৫১জন।
সংরক্ষিত-১নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ২জন। এদের মধ্যে কাজলী রাণী সরকার (চশমা), রোকেয়া বেগম (আনারস)। এ ওয়ার্ডে মোট ভোটার ১১৮৩১। এর মধ্যে পুরুষ ভোটার ৬০৯২ এবং মহিলা ভোটার ৫৭৩৯জন।
সংরক্ষিত-২নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ৩জন। এদের মধ্যে ২ মমতাজ বেগম মুক্তা (জবাফুল), লুৎফুন্নাহার রিনা (চশমা), সাহিদা বেগম (আনারস)। এ ওয়ার্ডে মোট ভোটার ১২৩৪৫। এর মধ্যে পুরুষ ভোটার ৬১৭৭ এবং মহিলা ভোটার ৬১৬৮জন।
সংরক্ষিত-৩নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ৬জন। এদের মধ্যে জোহরা বেগম (টেলিভিশন), ফরিদা ইয়াসমিন (বলপেন), মিনু আক্তার (জবাফুল), রোকেয়া বেগম (অটোরিক্সা), শারমিন আক্তার মিনু ( চশমা), সাবিনা ইয়াসমিন (আনারস)। এ ওয়ার্ডে মোট ভোটার ১৪১৯৭। এর মধ্যে পুরুষ ভোটার ৭০৯৮ এবং মহিলা ভোটার ৭০৯৯জন।
সংরক্ষিত-৪নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ৫জন। এদের মধ্যে জাহানারা বেগম (বলপেন), নাজমুন নাহার ঝুমু (আনারস), বিবি হাওয়া (চশমা), রেজিয়া বেগম (জবা ফুল) প্রতীক পেয়েছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৬৯৭৫। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫৮৮এবং মহিলা ভোটার ৩৩৮৭জন।
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৪৫৩৪৮। এর মধ্যে পুরুষ ভোটার ২২৯৫৫জন, মহিলা ভোটার ২২৩৯৩।