মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগের কোনো ইচ্ছা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিদায়ী প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের উসকানিতে তার উগ্র সমর্থকরা গত সপ্তাহে ক্যাপিটল হিল হামলা চালায়। এর পর থেকে কথা বন্ধ ছিল ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যে। শেষ পর্যন্ত সোমবার সেই নীরবতা ভেঙে বৈঠক করেন ট্রাম্প ও পেন্স।
ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করতে মাইক পেন্সের ওপর চাপ প্রয়োগ করছেন ডেমোক্রেটরা। সোমবার ট্রাম্প-পেন্স সেই বিষয়ে আলোচনা করেছেন।
প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ‘দুজনের মধ্যে ভালো আলোচনা হয়েছে।’
তিনি জানান, ২০ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে ট্রাম্পের পদত্যাগের কোনো ইচ্ছা নেই। এছাড়া ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরের কোনো ইচ্ছা পেন্সের নেই বলেও জানান ওই কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, ‘দুজন তাদের মেয়াদ পর্যন্ত দেশের জন্য কাজ চালিয়ে যেতে প্রত্যয় ব্যক্ত করেছেন।’