চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিস এর সাথে চাঁদপুর আদালতে কর্মরত সরকারি কৌশুলীগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত কৌশুলীগণের সাথে পরিচিত হন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিস।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
কৌশুলীগণের মধ্যে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. সায়্যেদুল ইসলাম বাবু এবং অন্যান্য কৌশুলীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার পূর্বে সরকারি কৌশুলীগণ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।