আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মো.নুরে আলম।
তিনি গত সোমবার বিকালে কচুয়া উপজেলা নির্বাচন কমিশনার কার্যল য়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় পৌরসভার ৮নং ওয়ার্ডের দলীয় বিভিন্ন নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের শেষে এক প্রতিক্রিয়ায় মো.নুরে আলম বলেন, কচুয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, সব শ্রেণি-পেশার মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি নিয়ে তিনি পাড়া-মহল্লার অলিগলিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।