চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) এর উদ্যোগে ১০ জানুয়ারি ১৯৭২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় (বিআরডিবি) সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ পাটোয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক আবদুল মোতালেব, ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাস উদ্দিন, কেন্দ্রীয় সমিতির পরিচালক মোতালেব পাটওয়ারী, ফজলুর রহমান, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌরসভা যুবলীগ নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, কেন্দ্রীয় সমিতির পরিদর্শক, শফিকুল ইসলাম, আজাদুর রহমান প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় সমিতির বিভিন্ন দপ্তরের সমবায়ী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭২ সালের এই দিনের ১ টা ৪১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।এর পূর্বে ৮ জানুয়ারি বঙ্গবন্ধু দীর্ঘ ৯ মাস পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারের বন্ধী থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু যুক্তরাজ্যের লন্ডন হয়ে ভারত সফর করে ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন।