চাঁদপুরের মতলব উত্তরে গজরা ইউনিয়নের আঁধারের আলো যুব সংঘের পরিচালনায় মরহুম জিন্নত আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওটার চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ দর্জি।
এসময় আলহাজ্ব মোঃ হানিফ দর্জি বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সতেজ রাখে। বিশেষ করে ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। তাই পাড়া-মহল্লায় ক্রিকেট প্রেমীদের আনাগোনা লক্ষ্য করা যায়।
গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লার সভাপতিত্বে ও সুমন ঠাকুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন. গজরা ইউনিয়ন পরিষদের সচিব ও চাঁদপুর জেলা বাপসার অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন আহম্মেদ সোহেল, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ সাত্তার প্রধান, প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক কাসেদ আলী প্রধান, গজরা ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদ হোসেন দেওয়ান, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির,বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, আব্দুল হালিম প্রধান, গোলাম কবির দুলাল , যুবলীগ নেতা নজরুল ইসলাম, জসিম উদ্দিন , মোঃ কাউসার, সবুজ মোল্লা, শাহজাহান, আমিনুল ইসলাম রিপন, মফিজ, আব্দুল মান্নান প্রমুখ।
খেলায় পশ্চিম রায়েরদিয়া একাদশকে ১ রানে পরাজিত করে আঁধারের আলো যুব সংঘ জয় লাভ করে।