চাঁদপুরের কচুয়ার বাঁচাইয়া গ্রামে সর্বস্তরের জনসাধারণের সাথে ডা. মাসুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) বাঁচাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরের সভাপ্রধানে ও বিমল সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাসুদুর রহমান বাবুল।
বক্তব্য রাখেন, সমাজসেবক বাবুল মুন্সী, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মিয়া, ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক ওসমান গনি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সদস্য ইকবাল হোসেন, সাইফুল ইসলাম মাইকেল, বাঁচাইয়া গ্রামের অধিবাসী নারায়ন চন্দ্র সরকার, মানিক সরকার, দুলাল চন্দ্র সরকার, শাহ আলমসহ আরো অনেকে। এসময় বাঁচাইয়া গ্রামের সর্বস্তরের জনসাধারণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।