করোনার সংক্রমণ হঠাৎ করে নিউ সাউথ ওয়েলসে বেড়ে যাওয়ায় রাজ্য সরকার সেখানে কঠোর বিধিনিষেধ জারি করে। তাতে ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়ে সিডনিতে শেষ দুটি ম্যাচের দাবি করে ভারতের টিম ম্যানেজমেন্ট।
এ নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে আনুষ্ঠানিক কোনও অনুরোধ পেয়েছিল না ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত এলো ‘অনুরোধের চিঠি’, শেষ টেস্টে কঠোর কোয়ারেন্টাইন শিথিলের প্রস্তাব দিয়েছে সফরকারী দলের বোর্ড।
জানা গেছে, বিসিসিআই’র এক শীর্ষস্থানীয় নির্বাহী ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান আর্ল এডিংসকে চিঠি লিখেছেন। সেখানে বলা হয়েছে, দুই বোর্ডের সই করা সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী কখনোই বলা হয়নি যে দুই শহরে আলাদা করে কঠোর কোয়ারেন্টাইনে যেতে হবে।
১৫ জানুয়ারি শুরু হচ্ছে সিরিজের শেষ ম্যাচ। কোয়ারেন্টাইন অনুযায়ী ম্যাচ চলাকালে খেলোয়াড়রা শুধু হোটেল রুমে বন্দি থাকবেন। এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘আলোচনা এখনও চলছে। ব্রিসবেনে যদি তারা ম্যাচ চায়, তাহলে খেলোয়াড়দের জন্য কঠোর কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করে আজ আনুষ্ঠানিকভাবে চিঠি লিখেছে বিসিসিআই।’
তিনি আরও যোগ করেছেন, ‘স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী কোথাও দুটি কঠোর কোয়ারেন্টাইনের কথা উল্লেখ নেই। সিডনিতে একবার কঠোর কোয়ারেন্টাইন (শুধু অনুশীলন ও হোটেল রুমে আসা যাওয়া) করেছে ভারত।’
তা বিসিসিআই কেমন কোয়ারেন্টাইন শিথিল চেয়েছে এবং এই মুহূর্তে কুইন্সল্যান্ড স্বাস্থ্য কর্তৃপক্ষ কী বিধিনিষেধ জারি করছে? ওই কর্মকর্তা বলেছেন, বিসিসিআই চায় হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও আইপিএলের মতো খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে দেখা করবে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া যতটুকু জানতে পেরেছে, রাজ্য সরকারের বিধি অনুযায়ী খেলোয়াড়রা তাদের রুমের বাইরে যেতে পারবেন। কিন্তু দুটি ভিন্ন ফ্লোরের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে দেখা করতে পারবেন না।