চাঁদপুর জেলায় সদ্য যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদানপূর্বক জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সদস্য সুভাষ চন্দ্র রায়, কাজী শাহাদাত ও তমাল কুমার ঘোষ, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, আইটি অফিসার উজ্জ্বল হোসাইন প্রমুখ।