চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর (ডিএনসি) এর মাদক বিরোধী নিয়মিত অভিযানে শহরের পুরান বাজার থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ জহির উদ্দিন বাবার (৪৭) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে পুরাণ বাজার পূর্ব শ্রীরামদী চৌধুরী বাড়ী থেকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টীম।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ঐদিন সকাল ১০ টা হতে ১০.৩০ টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম এর নেতৃ্ত্বে গঠিত রেডিং টীম জেলা সদর থানাধীন পূর্ব শ্রীরামদী চৌধুরী বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মৃত ছিদ্দিকুর রহমান চৌধুরীর ছেলে জহির উদ্দিন বাবর চৌধুরীর নিজ দেহ তল্লাশী করে ২শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম ।