গত বছরের নভেম্বরে করোনা আক্রান্ত হন অভিনেতা আজিজুল হাকিম। অবস্থা খারাপের দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সুস্থ হয়ে বাসায় ফেরার পর পুরোপুরি বিশ্রামে ছিলেন এই অভিনেতা। এখন অনেকটা সুস্থ হয়েছেন তিনি।
সুস্থ হয়ে শুটিং ফিরছেন আজিজুল হাকিম। ৮ জানুয়ারি ‘স্বর্ণমানব ৪’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। নাটকটি পরিচালনা করবেন আবুল হায়াত মাহমুদ। ‘স্বর্ণমানব’ বেশ জনপ্রিয় খণ্ড নাটক। দর্শকদের আগ্রহের কারণে সিক্যুয়েল নির্মাণ হচ্ছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ি শুটিং করবেন আজিজুল হাকিম। স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। নির্মাতাও শুটিংয়ে এমন পরিবেশ রাখবেন বলে জানা যায়।
আজিজুল হাকিম চারটি ধারাবাহিকে কাজ করছিলেন। অসুস্থ হওয়াতে বিরতি দিতে হয় তাকে। এই শুটিংয়ের পর তিনি ধীরে ধীরে ধারাবাহিক নাটকের কাজও শুরু করবেন। এছাড়াও একটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম।