চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার খিলাবাজার এলাকা হতে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মঈনুল হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মোঃ শাহজালাল ও সঙ্গীয় ফোর্স উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের একাতড়ী গ্রামের হালদার বাড়ীর ফজলুল হকের পুত্র মোঃ মাঈন উদ্দিনকে (৩০) খিলাবাজার এলাকা হতে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ব্যপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।