চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি দেওয়ান বাড়ীতে আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. মফিজুল ইসলামের অর্থায়নে গরীব, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২ জানুয়ারী) বেলা ১২টায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
এসময় তিনি বলেন, শীতের আগমন যেমন আমাদের প্রকৃতিতে নতুনত্বের আবহ জানান দেয়, ঠিক তেমনি অসহায় মানুষদের জন্য শীতের তীব্রতা দুঃসহনীয় হয়ে আসে। একটি শীতবস্ত্রের অভাবে গরীব অসহায় মানুষরা দুঃসহ কষ্টে দিন কাটান। সেই সব মানুষগুলোর কথা ভেবে মফিজুল ইসলাম অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ইবাদত উল্লেখ করে নুরুল আমিন রুহুল সমাজের বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
গজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জয়নাল আবেদিন দেওয়ানের সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাষ্টার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, গজরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টফিজ, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুভাস চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক সেলিম, যুবলীগ নেতা আফরুজ, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের জিএস রহমত উল্লাহ চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, সাধারণ সম্পাদক মামুন সরকার, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন শিপু, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াছ, সুলতাবাদ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক গফুর সরকার’সহ নেতৃবৃন্দ।