ওপার বাংলার অভিনেতা ওম। টলিউডে যতটা না অভিনয় করেছেন, তার চেয়ে অনেক বেশি অভিনয় করেছেন ঢালিউডে। এবার চুপিসারে বিয়ের কাজটা সেরে ফেললেন এই অভিনেতা। পাত্রী আর কেউ নয়, অভিনেত্রী মিমির সঙ্গ ঘর বেঁধেছেন তিনি।
বিয়ের খবর প্রকাশ না করলেও হুট করেই ওম মিমির সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন। এদিকে ইনস্টাগ্রামেও জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন মিমি। এরপর থেকেই অনুরাগী, পরিচিতদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তারকা যুগল।
অনেক আগে থেকেই দু’জনের সর্ম্পক। তাদের একসঙ্গে ‘প্রিয় তারকার অন্দরমহল’ এবং ‘দিদি নাম্বার ওয়ান’ গেম শোতে দেখা গেছে।
ওম বাংলাদেশের ‘অঙ্গার’, ‘হিরো ৪২০’, ‘প্রেম কি বুঝিনি’, ‘পাষাণ’, ‘তুই শুধু আমার’, ‘অগ্নী-২’ সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে মিমি দত্ত ‘ভুতু’, ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’সহ একাধিক মেগা ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশনের পরিচিত মুখ।