শনিবার (২ জানুয়ারি) ওয়ালটন চাঁদপুরের আয়োজনে বাংলাদেশের অন্যতম ব্যান্ড ওয়ালটন পন্য সামগ্রী বাজার জাত করেন ওয়ালটন ফ্রিজ ও ওয়াশিং মেশিন। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ উপলক্ষে র্যালি ও মাস্ক বিতরন করা হয়।
ক্যাম্পেইন সিজন-৯ উপলক্ষে ঐদিন বান্ড পাট্টির বাজানার মধ্যে দিয়ে শহরের প্রধান সড়ক গুলো শপথ চত্বরের মোড় থেকে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, বাস স্যান্ড, ষোলঘর হয়ে ওয়ালেছ বাজার দিয়ে বাবুর হাট মতলব রোড়ে ওয়ালটন প্লাজার সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ষোলঘর ওয়ালটন প্লাজার ম্যানেজার সৈকত সাহা পান্না ,
শহীদ মুক্তিযোদ্ধা সড়ক ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ আজাদ মিয়া, বাবুরহাট ওয়ালটন প্লাজার ম্যানেজার আব্দুর রাজ্জাক।
আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, চাঁদপুর মডেল থানার এ এস আই মিজানুর রহমানসহ পুলিশ সদস্য।
প্রসঙ্গত, ওয়ালটন ” ফ্রিজ ও ওয়াশিং মিশিন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ উপলক্ষে ফ্রিজ ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রী, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার৷