চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহদেবপুর (পশ্চিম) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হতে চান মোঃ জামাল হোসেন মোল্লা।
তাই তিনি আওয়ামীলীগের সমর্থিত মনোনয়ন ও সকলের সমর্থন চান।
জানা যায়, মোঃ জামাল হোসেন মোল্লা ১ জানুয়ারি ১৯৬৭ সালে এক মুসলিম সমান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম সামছুল হক মোল্লা এবং মাতার নাম মাজেদা খাতুন। ২ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি পিতার-মাতার বড় সন্তান।
কর্মজীবনে তিনি চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নিয়মিত সদস্য হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। তিনি ২০১২-২০১৪ সাল পর্যন্ত জেলা আইনজীবী সহকারী সমিতির কোষাধ্যক্ষ এবং ২০১৪-২০১৮ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন।
সমাজের কাছে তিনি একজন সৎ ও জনদরদী এবং আত্ম নিবেদিত মানুষ হিসেবে পরিচিত। কর্মজীবনের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। তিনি সেঙ্গুয়া (দ:) পাড়া বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ছিলেন, বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সেঙ্গুয়া দরিদ্র কল্যান সংস্থার উপদেষ্টা মন্ডলী সদস্য হিসাবে নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অভিভাবক হিসেবে সর্বসাধারণের কাছে পরিচিত।