চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র কাউছার আলম (২৪) নামের এক শিক্ষার্থী বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ।
বুধবার (৩০ ডিসেম্বর) পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকা সূত্রে জানা যায়, উপজেলার শাসনখোলা গ্রামের হানিফ মিয়ার ছেলে কাউছার আলম পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বুধবার ভোরে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
স্থানীয়রা জানান,কাউছার আলমের বাবা হানিফ মিয়ার দুই স্ত্রী রয়েছে। কাউছার তার মা নাজমা বেগমের সাথে পুরাতন বাড়িতে থাকত। তবে কী কারনে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে তা সঠিক জানাতে পারেনি তার পরিবার।
কচুয়া থানার ওসি তদন্ত এমএ রউফ খান বলেন, নিহতের লাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।