চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (২৮ ডিসেম্বর) জেলা পুলিশ লাইনস্ ড্রিলসেডে পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নভেম্বর মাসের কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হয়। এটি প্রতিমাসেই পুলিশের নিয়মিত মূল্যায়নের অংশ। সে আলোকে নভেম্বর মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিম উদ্দিন, শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান, শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ।