এর আগে ২০১৫ সালে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের এই সভাপতি।
তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়। মূলত সেখান থেকেই ঘোষণাটি আসে।
এই ঘোষণার মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক তথা আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হচ্ছেন আ স ম মাহবুব উল আলম লিপন। শনিবারের ঘোষণার মধ্য দিয়ে নৌকা প্রতীক প্রত্যাশী অন্য সব প্রার্থীসহ আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বস্তরের ভোটারদের কাছে পরিষ্কার হয়ে গেল হাজীগঞ্জ পৌর নির্বাচনে ফের নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র লিপন।
মেয়র লিপন ফের নৌকা পেয়েছেন রাতে এ ঘোষণা আসার পরেই লিপন সমর্থকদদের মধ্য আনন্দের বন্যা বইতে শুরু করেছে। প্রতীক আনা যুদ্ধ শেষে আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটযুদ্ধ। যে যুদ্ধে পৌরবাসী জানতে পারবে কে হবেন পরবর্তী ৫ বছরের জন্য হাজীগঞ্জ পৌরসভার মেয়র।