বাংলাদেশে প্রতিরক্ষা সামগ্রী বিক্রির পাশাপাশি বাণিজ্য দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসগ্লু।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান সূর্য। আর সব দেশের জন্য বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর মেভলুত সাভাসগ্লু সাংবাদিকদের এ কথা বলেন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ নানা খাতে বিপুল বিনিয়োগের সুযোগ আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে।
গত সেপ্টেম্বরে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন হয়েছে। বুধবার ঢাকায় তুরস্কের নতুন দূতাবাস উদ্বোধন করার কথাও তিনি জানান।