চাঁদপুরে ১০০গ্রাম গাঁজাসহ ২জন আটক করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জেলা প্রশাসন এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক
একেএম দিদারুল আলম এর নের্তৃত্বে সদর থানাধীন ৫নং রেলওয়েঘাট এলাকায় রাত ৭.৫০ থেকে ৮.৩০ পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে ২ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন : মোঃ খোরশেদ আলম (৬০), পিতা-মৃত মধুমিয়া গাজি এবং মোঃ আব্দুর রহমান (৫৫), পিতা-মৃত আব্দুর রহিম বেপারী।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত মাদক সেবনকারীদের বিরুদ্ধে ২টি মামলা রুজু করা হয় এবং প্রত্যককে তিন মাস করে কারাদন্ড ও ১০০ টাকা করে মোট ২০০ শত টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে একেএম দিদারুল আলম জানান, মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।