মাহমুদউল্লাহ নাকি মিঠুন, ফাইনাল শেষে ট্রফি উঠবে কার হাতে? জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। তাকিয়ে থাকতে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে ।
আজ শুক্রবার ট্রফি নিশ্চিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহর খুলনা ও মিঠুনের চট্টগ্রাম। খেলা শুরু বিকেল সাড়ে চারটায়। এরপরই শেষ হবে তিন সপ্তাহের ক্রিকেটীয় উত্তেজনার।
রোমাঞ্চকর ও জমজমাট শেষ লড়াইয়ের পর শুরু হবে পুরস্কার পর্ব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়া ক্রিকেটাররা কে কত অর্থ পুরস্কার পাচ্ছেন তা জানতে উদগ্রীব দেশের ক্রিকেটপ্রেমীরা।
জানা গেছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাতটি শ্রেণিতে দেয়া হবে মোট ৪৮ লাখ টাকার পুরস্কার। এছাড়া পারিশ্রমিক তো আছেই।
একনজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কে কত অর্থপুরস্কার পাচ্ছেন-
- চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন ১,৫০,০০০ (দেড় লাখ) টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন দলের ১৬ ক্রিকেটার মিলে পাবেন মোট ২৪ লাখ টাকা।
- রানার্সআপ দলের প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন ৭৫ হাজার টাকা। রানার্সআপ দলের সবাই মিলে পাবেন ১২ লাখ টাকা।
- টুর্নামেন্টসেরা খেলোয়াড় পাবেন ৩ লাখ টাকা। ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা।
- এছাড়া পুরস্কার রয়েছে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের জন্য। এ দুজন পাচ্ছেন ২ লাখ টাকা করে।
- রয়েছে বিশেষ পারফরম্যান্স পুরস্কার। যেখান চারজন খেলোয়াড় বেছে নেয়া হবে। তারা প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে।
- এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান চট্টগ্রামেরই ওপেনার লিটন দাসের। ৯ ম্যাচে ৫২ গড়ে ৩৭০ রান করেছেন লিটন। তাই সেরা ব্যাটসম্যানের পুরস্কার তার দখলেই রয়েছে।
- সেরা বোলারের দৌঁড়ে এগিয়ে আছেন চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ২১ উইকেটের মালিক জাতীয় দলের এই কাটার মাস্টার।
- আর ৪২ বলে সেঞ্চুরি করা বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন পেতে পারেন বিশেষ পারফরম্যান্স পুরস্কারের একটি। রবিউল ইসলাম, মাশরাফি বিন মুর্তজার পাঁচ উইকেটও এই শ্রেণিতে পুরস্কার পেতে পারে।