চাঁদপুরের ফরিদগঞ্জে মাস্ক না ব্যবহার ও বিভিন্ন যানবাহনের অনিয়মের অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলার মাধ্যমে ১২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (১৩ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপেজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার।
এ সময় মাস্ক ব্যবহার না করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ টি মামলায় ৪ হাজার টাকা এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৯ টি মামলায় ৮ হাজার ৩ শত জরিমানা আদায় করা হয়।