চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, রেল শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল পাটওয়ারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালেক মোল্লা, রিক্সা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক নুরুর ইসলাম মোল্লা, আওয়ামী লীগ অফিস সহকারী মোঃ বাদল গাজীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।