চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাস্থ ঘিলাতলীতে পেন্নাই সড়কের একপার্শ্বে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনার আশংকা রয়েছে।
এ সড়ক দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করে। চলাচলের পথে অনেক গাড়ী চালকরা এ গর্ত দেখে আতংকে থাকেন। প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। শীতের সময় ঘন কুয়াশা থাকার কারণে অনেক গাড়ী চালকের গর্তটি নজরে পড়ে না। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা।
জৈনপুর একপ্রেসের এক বাস চালক বলেন, অনেক সময় এই পথে আসা-যাওয়ার সময় গাড়ী ক্রসিংয়ের সময় আতংকে থাকি। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়ক বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় দুর্ঘটনা আশংকা রয়েছে।
উপজেলা থানা ইঞ্জিনিয়ার জাকির হোসেন মজুমদার বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। শীগ্রই গর্তটি ভরাট করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।