শিরোনাম
উপদেষ্টারা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকারে নয়: রিজওয়ানা হাসান নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশি রোগীদের জন্য কলকাতার বিকল্পে চীন দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত: ফখরুল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা হাজী লোকমান পাবলিক স্কুলের সবক ও দোয়া অনুষ্ঠান সম্পূর্ণ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে: আইজিপি ভোটার তালিকা হালনাগাদে ইসির বিশেষ নির্দেশনা টিউলিপের পদে নিয়োগ পেলেন এমা রেনল্ডস সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে ৩টি রিসোর্ট পুড়ে ছাই গাঁজা সেবনে সিজোফ্রেনিয়া ও পাগল হওয়ার ঝুঁকি বাড়ে হাসিনার পথে কেউ হাঁটলে পরিণতি তার মতোই হবে: সারজিস আলম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

হাইমচরে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বেজা’র নির্বাহী চেয়ারম্যান

মো: মহসিন মিয়া, হাইমচর / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের হাইমচর উপজেলার ৮ হাজার ২০১ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় নীলকমল ইউনিয়নের প্রস্তাবিত বায়ারচরে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজেদুর রহমান খাঁন এর সভাপতিত্বে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইমচরে আগমন করে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি ৮ হাজার ২০১ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিানা সার্বিক মানুষের ভাগ্যের উন্নয়ন চান। তাই তিনি গ্রামের মত দূর্গম অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের মত বড় কাজ হাতে নিয়েছেন।

চরের ভূখন্ডটি উপজেলার মূল ভূখন্ড হতে বিচ্ছিন্ন যা একটি বিরাট চ্যালেঞ্জ। আপনাদের এখানে অর্থনৈতিক অঞ্চল হলে জীবন মানসহ সকল পর্যায়ে সার্বিক উন্নয়নের প্রতিফলন ঘটবে। দৃশ্যমান এমন উন্নয়ন হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এ গ্রাম হয়ে যাবে শহর, এখানে অর্থণৈতিক অঞ্চলের সাথে সাথে নদী বাঁধ নির্মানসহ শিল্প থানা, হাসপাতালসহ বড় ব্রীজ নির্মাণ করা হবে। যার জন্য প্রয়োজন এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগীতা। আগামি ২ মাসের মধ্যে এখানে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করবো বলে আশা করছি।

এজন্য এখানেই অতিদ্রুত হাসপাতাল নির্মাণ, শিল্পাঞ্চল থানা, সরকারি রেস্ট হাউজ নির্মাণ করা হবে। সকলের সার্বিক সহযোগীতায় আগামি ২ বছরের মধ্যে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শেষ হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, বেজা প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ