সিমি ও তার বান্ধবী রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা প্রাইভেটকার তাদের শরীরে কাঁদা ছিটিয়ে দেয়। রাগের বসে রাস্তার সেই কাঁদা নিয়ে রকির গাড়ির গ্লাসে ছুঁড়ে মারে তারা। এই থেকেই শুরু তাদের দু’জনার ঝগড়ারপালা।
পরবর্তীতে তারা বাসার ছাদ, শপিংমল কিংবা সিনেমা হলে দেখা হলেই শুরু হয় তুমুল ঝগড়া। দু’জন দুজনকে সহ্য করতে পারে না কোনো ভাবেই। একদিন রকি বারান্দায় দাঁড়িয়ে মোবাইল চলাচ্ছিল। সেদেখলো দুইটা ছেলে সিমিকে বিরক্ত করছে। সে তখন নিচে এসে এর প্রতিবাদ করে। ছেলেগুলো চলে যায়।
এই দেখে সিমির মনে ‘ধন্যবাদ’ শব্দটি ঘুরপাক খাচ্ছিল। কিন্তু মুখে বলতে পারছিল না। সে মায়াবি দৃষ্টিতে কিছুক্ষণ রকির দিকে তাকিয়ে ছিল। একদিন রকি গাড়ি থেকে দেখে, সিমি বস্তির গরীব অসহায় মানুষদের শীতবস্ত্র কেনার জন্য টাকা তুলছে। রকিও সেই বাক্সে টাকা দেয়। এসব নানা ধরনের ইতিবাচক দিক থেকে দু’জন দু’জনকে ভালো লাগতে শুরু করে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পার্টনার’।
আরিফুল ইসলাম পাঠকের রচনায় এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। নাটকের প্রধান দুই চরিত্র রকি আর সিমি’র চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।
নির্মাতা জানান, আগামীকাল রাত ৮টায় ‘পার্টনার’ প্রচার হবে আরটিভিতে।