শিরোনাম
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ডলার আসিয়ান সদস্য পদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চান ড. ইউনূস আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প-হ্যারিস, হাড্ডাহাড্ডি লড়াইর আভাস বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি, আবেদনকারীকে জরিমানা ট্রেনের টিকিট বিক্রিতে এলো নতুন নির্দেশনা চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড লক্ষাধিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে নেইমার-এন্দ্রিককে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা! মধ্যপ্রাচ্যে নতুন সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র বিসিএস কোটার সংখ্যায় পরিবর্তন আসতে পারে আ’লীগের আমলে প্রতিবছর গড়ে পাচার হয়েছে ১৫ বিলিয়ন ডলার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

জেলার ১৩ এসপিসহ ২৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ পুলিশের ১৩ জেলার পুলিশ সুপারসহ এই পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে ইতোমধ্যে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত জেলাগুলোর কর্মকর্তাদের বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনি বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।

বদলি কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপকমিশনার (ডিসি) মীর মোদাস্সের হোসেনকে রাঙ্গামাটি, বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনায়, স্পেশাল ব্যাটেলিয়ন-১ এর মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজারে, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঠাকুরগাঁও, পুলিশ সদর দফতরের এআইজি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জ, পুলিশ স্টাফ কলেজের মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এমএম শাকিলউজ্জামানকে রাজবাড়ী জেলায় এসপি হিসেবে বদলি করা হয়েছে।

নৌ-পুলিশের মো. আবদুল্লাহ আরেফকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি, এপিবিএনের মো. হেদায়েতুল ইসলামকে হবিগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম তাসমিল্লাহ তাহলীলকে সদর দফতরের পুলিশ সুপার, কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের তারিকুল ইসলামকে এপিবিএনে, সিআইডির বিশেষ পুলিশ সুপারকে সৈয়দ জান্নাত আরাকে কুড়িগ্রামে এসপি হিসেবে বদলি করা হয়েছে।

মৌলভীবাজার জেলার ফারুক আহমেদকে কুমিল্লা জেলার এসপি, বরগুনার মারুফ হোসেনকে বরিশাল জেলার পুলিশ সুপার, কুড়িগ্রাম জেলার মোহাম্মদ মোহিবুল ইসলাম খানকে পাবনা জেলায়, শেরপুর জেলার কাজী আশরাফুল আজীমকে গাজীপুর জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

রাঙ্গামাটি জেলার আলঙ্গীর কবিরকে পুলিশ সদর দফতরে, বরিশাল জেলার সাইফুল ইসলামকে সিআইডিতে, কুমিলা জেলার সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির ডিসি, পাবনা জেলার শেখ রফিুকল ইসলামকে পুলিশ সদর দফতরে, গোপালগঞ্জের মুহাম্মদ সাইদুর রহমান খানকে সিআইডিতে, মাগুরা জেলার খান মুহাম্মদ রেজোয়ানকে সিআইডিতে, ঠাকুরগাঁও জেলার মোহাম্মদ মনিরুজ্জামানকে এপিবিএন, রাজবাড়ী জেলার মিজানুর রহমানকে সিআইডিতে এসপি হিসেবে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ