চাঁদপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব ভবনে সংগঠনের সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচনে ৭ পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করে। এর মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহমান ও দপ্তর সম্পাদক পদে কবির হোসেন মিজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী লাভ করেছেন।
ফটোজার্নালিস্ট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইসএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
উল্লেখ্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে এম এ লতিফ ৩০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান লিটন পেয়েছেন ৭ ভোট । সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায় ২৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এম এম কামাল ১১ ভোট, সহ-সভাপতি পদে শাওন পাটওয়ারী ২৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ফাহিম শাহরিন কৌশিক ১০ ভোট, সাধারণ সম্পাদক পদে কে এম মাসুদ ২০ ভোট, সাইদ হোসেন অপু চৌধুরী ৯ ভোট ও শেখ আল মামুন ৭ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ২৬ ভোট, আশিক বিন রহিম ১০ভোট, কার্যকরী সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম ২৬ ভোট, বাদল মজুমদার ২৩ ভোট ও এস এম সোহেল ২০ ভোট পেয়েছেন।