চাঁদপুরের কচুয়া উপজেলাধীন কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন বিজয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে নলুয়া হাজী ইদ্রিস মুন্সী এতিমখানা মাঠে কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুচ ছালাম সওদাগরের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ আবু বকর মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ায়ার হোসেন, সাবেক কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মোঃ আলী আকবর শেট, সহ সভাপতি মোঃ এনামুল হক মিন্টু ও সেলিম সরকার,কড়ইয়া ইউনিয়ন যুব-লীগের আহবায়ক মোঃ তারেক শামস মিঠু, যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন সেচ্ছা সেবক লীগ আদুল বারেক, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি রায়হান, সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলম প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক জিকে আলমগীর,সদস্য হাজী মোঃ আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।