যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদেরকে ফাইজার-বায়োএনটেকের টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ।
মঙ্গলবার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর অ্যালার্জি আক্রান্ত দুজনের তীব্র পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর বুধবার এই পরামর্শ দেওয়া হলো।
ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) পরিচালক স্টিফেন পোইজ জানিয়েছেন, টিকা নেওয়ার পর এনএইচএসের দুই কর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর পরামর্শে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, ‘নতুন টিকার ক্ষেত্রে সাধারণ বিষয় হওয়ায় যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদেরকে এমএইচআরএ (নিয়ন্ত্রক) পূর্বসতর্কতা হিসেবে টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছে। গতকাল অ্যালার্জি রয়েছে এমন দুজনের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
ওই দুই ব্যক্তি সুস্থ আছে বলেও নিশ্চিত করেছেন পোইজ।
এমএইচআরএ’র প্রধান নির্বাহী জুন রাইন বলেছেন, ‘গত বিকেলে আমরা অ্যালার্জি প্রতিক্রিয়ার দুটি ঘটনা দেখেছি। আমরা বিস্তৃত ক্লিনিক্যাল ট্রায়াল থেকে জানতে পেরেছি এটি ওই সময় অন্তর্ভূক্ত করা হয়নি।’