চাঁদপুরের মতলব পৌর এলাকায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধানে জনগণকে সচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ।
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার এলাকায় মাস্ক পরিধান না করায় যাত্রী, চালক ও পথচারী সহ ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, এ এস আই মোঃ রফিকসহ অন্যান্য পুলিশ সদস্যগণ । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে।