চাঁদপুরের হাইমচরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন উপজেলার চরভৈরবী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ ডিসেম্বর ) বিকেলে মানববন্ধনে ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সোহেল হাওলাদারে পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া।
এসময় তিনি বলেন, আমাদের রক্ত ও দেহে যতক্ষণ প্রাণ আছে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবে। কোন বাধায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদের কে গ্রেফতার করে শাস্তি না হওয়া পর্যন্ত এ আনন্দোলন চলবে।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফারভেজ হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য ইউসুফ জুবায়ের শিমুল, ইউনিয়ন যুবলীগ নেতা ইলিয়াস লিটন, আলমগীর, মহি উদ্দিন মোল্লা, নজরুল ফকির,ইউনিয়ন মহিলা আ.লীগের নাজমা রহমান, লায়লা আনজুমানসহ নেতৃবৃন্দ।