চাঁদপুর জেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন এর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনােনয়ন চান জি.এম মিজানুর রহমান।
চাকুরী জীবনের শুরুতে বাংলাদেশ রেলওয়েতে এম.জি পদে নিযুক্ত ছিলেন। চাকুরীরত অবস্থায় তিনি রেলওয়ে মেইন সার্ভিস জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি পদে অধিষ্ঠিত হন।
বর্তমানে তিনি
বাংলাদেশ রেলওয়ে থেকে অবসর গ্রহণ করেন। অবসর জীবনের শুরু থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়ােজিত
রয়েছেন। এর মধ্যে রঙেরগাঁও উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে, চাঁদপুর শিল্পকলা একাডেমিতে আজীবন সদস্য ও প্রভাতী সাংস্কৃতিম সংগঠনের সভাপতি হিসেবে নিয়োজিত আছেন।
জি.এম মিজানুর রহমান জানান, আমাদের এই ইউনিয়নে অনেক অসহায় মানুষ রয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে আমাকে যদি আওয়ামীলীগ থেকে মনােনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচিত হয়ে অসহায় মানুষের জন্য কাজ করতে পারবো। আমি নির্বাচিত হলে গ্রামকে শহর হিসেবে রূপান্তরিত করবো। ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন সহ সমাজের সকল অনৈতিক কাজ বন্ধ করার চেষ্টা করবো।
Nice