শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিবি বিবৃতিতে জানায়, ‘ম্যাচ চলাকালীন সাজঘরেই জাদেজার মেডিকেল পরীক্ষা হয়েছে। বিসিসিআইয়ের চিকিৎসকরা এই পরীক্ষা করেন। তাতে দেখা যায় কনকাশন রয়েছে। জাদেজাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দরকার হলে আবার স্ক্যান করা হবে। বাকি সিরিজে জাদেজা আর খেলতে পারবে না।’
এদিকে সতীর্থ সঞ্জু স্যামসন জানিয়েছিলেন ম্যাচ শেষ হওয়ার পরও জাদেজা আচ্ছন্ন ছিলেন। তিনি বলেন, ‘ও ড্রেসিং রুমে ফেরার পর আমাদের ফিজিও নীতিন প্যাটেল ওকে জিজ্ঞেস করে, ওর কোনও সমস্যা হচ্ছে কিনা। ও জানায় একটু আচ্ছন্ন লাগছে। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’