চাঁদপুরের কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের জমিদাতা ও চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম রোস্তম আলী মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
এসময় বলেন, বর্তমান মহামারী করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ সাহসিকতা ও দূরদর্শিতার কারণে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিকল্প নেই।
আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা ও দায়রা জজ এএনএম জাহাঙ্গীর আলম রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পীর গোলাম গাউস আল কাদেরী।