চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপদ রাখতে আমাদের করণিয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, বিআরটিএ সহকারি পরিচালক আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, থানার এসআই জালাল উদ্দিন, নিসচা’র সভাপতি বারাকাত উল্ল্যা পাটওয়ারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, আমান উল্ল্যা আমান, নিরাপদ সড়ক চাই’র শাহআলম, শাকিল হাসান, সুলতানা রাজিয়া দিপু, আবু সাঈদ, বাস মালিক সমিতির আব্দুর রেজ্জাক রাজা, জেলা শ্রমিক ফেডারেশনের রফিকুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম প্রমুখ।
উল্লেখ্য, সভায় গৃহিত সিদ্ধান্তগুলো উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।