চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজির ও তেলের ভাউচারের সাথে মুখােমুখি সংঘর্ষে ২ জন নিহত সহ ১ জন আহত হয়।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে চাঁদপুর টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্ব্যসেবা কেন্দ্রের (চতুরা হাসপাতালের) সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সংঘর্ষে সিএনজির মধ্যে থাকা তিনজন যাত্রীর ২ জন নিহতন ১ জন গুরুতর আহত হয়। আহত একজনকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষে নিহত ২ জনের মধ্যে ১. মোঃ জাহাঙ্গীর আলম( সিএনজি ড্রাইবার), ২. রুমা আক্তার(যাত্রী)।
এ বিষয়ে ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, সিএনজি ও তেলের ভাউচারের সাথে সংঘর্ষের খবর পেয়ে পোর্স পাঠানো হয়েছে, সিএনজি ড্রাইভার ও ১ জন যাত্রী নিহত হয়েছে , এছারা অপর আরেকজন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়,
এদিকে আহত যাএীকে চাঁদপুর সদর জেনারেল সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার জন্য পাঠানো হয়েছে, তবে তিনি আশংখ্যা মুক্ত নয় বলে কর্মরত চিকিৎসক জানান।
অপর দিকে তেলের ভাউচার ড্রাইভার পলাতক আছে, বাংলাদেশ সড়ক আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলছে বলে ফরিদগঞ্জ থানা জানান।
[…] আরও পড়ুন…..ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ […]