শ্রীলঙ্কার একটি কারাগারে কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২ জন।
সোমবার (৩০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনার সংক্রমণ বাড়ায় বন্দিরা মুক্তির জন্য বিক্ষোভ করেন। এক পর্যায়ে কারাগারের ভেতরে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে কারারক্ষীরা গুলি করে।
পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানিয়েছেন, মাহারা কারাগারের কারারক্ষীরা বিশৃঙ্খল পরিস্থিত নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে।
তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।