চাঁদপুরের শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদোন্নতি পেয়েছেন একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান।
রোববার (২৯ নভেম্বর) জেলা পুলিশ সুপারের আদেশে এ পদোন্নতি প্রদান করা হয়। আব্দুল মান্নান গত ২৬ জুন শাহরাস্তি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি হাজীগঞ্জ উপজেলায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম কে চাঁদপুর কোর্ট পুলিশে বদলি করা হয়। চাঁদপুর মডেল থানার অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিংয়ের পরিদর্শক মোঃ মুরশেদুল আলম ভূঁইয়াকে শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়।
আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ শাহরাস্তি থানায় অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। পুলিশ জনগণের বন্ধু তা আব্দুল মান্নানের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন।