চাঁদপুরের ফরিদগঞ্জে প্রান্তিক করোনাকালে প্রনোদনা ও পূনঃবাসনের লক্ষ্যে কৃষকদের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রনোদনা প্রকল্পে ৫৯০ জন ও পূনঃবাসন প্রকল্পে ১০০ জন কৃষকদের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির এ বীজ বিতরণ করা হয়। এ ছাড়াও এরপর পর্যাক্রমে ২ হাজার ৬ শত কৃষকের মাঝে হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা কৃষি অফিসার জামিল মাহমুদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নুরে আলম, এস,এম আমির হোসেন, এ,বি,এম ছালেহ আহাম্মদ, মুকবুল হোসেন প্রমুখ।