বিতারা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও ইয়াছিন প্রধানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, সাবেক ইউপি সদস্য মো: শাহজাহান মোল্লা, উপজেলা যুবলীগের সদস্য আলম প্রধান, বিতরার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম দিপু, বিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাসুুদুর রহমান মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হোসাইন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মোল্লা, গিয়াস উদ্দিন ও মেহেদী হাসান প্রমূখ।
উল্লেখ্য, ফাইনাল খেলায় বিতারা একাদশ আশারকোটা একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ানশীপ অর্জন করে।