চাঁদপুরে হাজীগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে চট্রগ্রামের অতিরিক্তি ডিআইজি মো.আনোয়ার হোসেন পিপি এম (বার) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নতুন ভবন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ (সার্কেল) মো. আফজাল হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, ওসি (তদন্ত) আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।